ব্রিটেনের নির্বাচনের পর গতি পাবে ‘ব্রেক্সিট’ প্রক্রিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক:

ব্রিটেনের সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টে বৃহত্তর সংখ্যাগরিষ্ঠতা পাবেন ধারণা করা হচ্ছে। আর থেরেসা মে জয়ী হলে ব্রেক্সিট আলোচনা প্রক্রিয়ায় তার অবস্থান আরও মজবুত হবে বলেই আশা করা যাচ্ছে।

সর্বশেষ একটি জনমত জরিপে দেখা গেছে যে, ম্যানচেস্টার এবং লন্ডনে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে ৫ জনে একজন ভোটারই এখনও সিদ্ধান্তহীন রয়ে গেছে। তবে কনজারভেটিভ দলের জনসমর্থন আগে সময়ে সময়ে কমলেও শেষদিকে এসে তা বেড়েছে।

ব্রেক্সিটের পক্ষে ব্রিটেনবাসী গণভোট দেওয়ার পর যুক্তরাজ্যের এই নির্বাচনকে গোটা ইউরোপের জন্যই গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। কারণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার প্রক্রিয়া এবং এর  বাইরে যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্ক, সীমান্ত ও শুল্ক ব্যবস্থাপনার ধরণ কোন পথে যাবে, তা এ নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে।

নির্বাচন শুরুর আগে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছিলেন, ব্রেক্সিট সামাল দেওয়ার মতো একটি নিশ্চিত, স্থিতিশীল ও শক্তিশালী সরকার প্রয়োজন। ব্রেক্সিট আলোচনায় নিজের অবস্থানকে আরও সুসংহত করতেই আগাম নির্বাচন দিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআলজাজিরার ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা
পরবর্তী নিবন্ধগোপনে পাকিস্তান সফর করল কাতারের প্রতিনিধিদল