ব্রাহ্মণবাড়ীয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দু’টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

পপুলার২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন চন্ডিদ্বার বাজার ও গোপীনাথপুর বাজারে যথাক্রমে ১০৯ ও ১১০তম এজেন্ট আউটলেট উদ্বোধন করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে ১৯ নভেম্বর, রবিবার আউটলেট দু’টির উদ্বোধন করেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলহাজ্জ আবেদ আহাম্মদ খান।
চন্ডিদ্বার বাজার আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক এবং আখাউড়া শাখার ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম চৌধুরী। গোপীনাথপুর বাজার আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর, গোপীনাথপুর আলহাজ্জ শাহ আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম খাঁন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল ভূইয়া, ব্যাংকের কুটি বাজার শাখার ব্যবস্থাপক এ.বি.এম সেলিম এবং তন্তর বাজার শাখার ব্যবস্থাপক গাজী আব্দুর রহমান আমিনী। আউটলেট দু’টির এজেন্ট আব্দুল কাইয়ুম ভূইয়া উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশন এর এফএভিপি শাখাওয়াত হোসেন উভয় অনুষ্ঠান পরিচালনা করেন।
উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেট দু’টির মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান বিচারপতি নিয়োগ কবে, রাষ্ট্রপতিই জানেন: আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধগুলশান থেকে জেএমবি সদস্য গ্রেফতার