পপুলার২৪নিউজ ডেস্ক:
দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ ধারাবাহিকতায় গত ০৭ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়ীয়ার কাছাইট বাজারে ব্যাংকের ৯৮তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান পরিচালক বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আলহাজ্জ আবেদ আহাম্মদ খান এবং ব্রাহ্মণবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তাক আহাম্মদ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছাইট বাজার আউটলেটের এজেন্ট এডভোকেট বাকির উদ্দিন ভুঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এফএভিপি মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটগুলোর মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।