ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে আমেরিকার সফল পরীক্ষা

পপুলার২৪নিউজ ডেস্ক :

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

স্কটল্যান্ডের উপকূল থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্ট্যান্ডার্ড মিসাইল বা এসএম-৬ নিক্ষেপের মাধ্যমে এ পরীক্ষা চালানো হয়।

মার্কিন ষষ্ঠ নৌবহরের এক বিবৃতিতে এ উৎক্ষেপণকে সফল বলে দাবি করা হয়েছে।

স্কটল্যান্ডের ওয়েস্টার্ন আইলসে যখন সামরিক মহড়া ‘ফরমিয়েডেবল শিল্ড’ চলাকলীন এ পরীক্ষাটি চালানো হলো। তবে বিবৃতিতে বলা হয়েছে, এটি চলমান মহড়ার অংশ নয়।

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাকফাউল বা ডিডি৭৪ থেকে এ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা এসএম-৬ প্রচণ্ড গতিতে ছুটে গিয়ে উচ্চ আকাশেই লক্ষ্যবস্তুটি ধ্বংস করে দেয়। বিমান এবং স্থল -উভয় যুদ্ধে এটি ব্যবহার করা যায়।

ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু এবং ক্ষেপণাস্ত্র হুমকির বিপরীতে হয়তো এটি ব্যবহার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনেইমারের সঙ্গে দ্বন্দ্ব, পিএসজি ছাড়ছেন কাভানি
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা প্রদান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের