ব্যাটিংয়ে ফিরতে না পারলে সাকিব ক্রিকেট খেলবেন না: সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। এজন্য ব্যাটিংয়েও নামছেন না তিনি।

অনুশীলনেও বাড়তি সময় দিচ্ছেন এই অলরাউন্ডার। সাকিবের এখনকার ব্যস্ততা রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলায়।
মঙ্গলবার সাকিবের অনুশীলনের সময় তার সঙ্গে দেখা যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। ছোটবেলার কোচের সঙ্গে প্রায়ই স্কিল অনুশীলন করেন সাকিব। সেদিন তাদের মধ্যে কী কথা হয়েছে?

শুক্রবার জানতে চাওয়া হলে সালাউদ্দিন বলেন, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না। ’

সাকিব কি আবার ব্যাটিংয়ে ফিরতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, ‘যদি সে না ফিরতে পারে তাহলে ক্রিকেট খেলবে না। সে যদি নাই ফিরতে পারি তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি। ’

এবারের বিপিএলে মোট ৪ ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। এর মধ্যে প্রথম দুটিতে ব্যাটিংয়ে নেমে ২ রানের বেশি করতে পারেননি তিনি। পরের দুই ম্যাচে ব্যাটিংয়েই নামেননি সাকিব। এর মধ্যে দুর্দান্ত ঢাকার বিপক্ষে দশজন ব্যাটার নামেন। পরেরটিতেও ৭ ব্যাটার নামলেও এর মধ্যে ছিলেন না সাকিব।

গত বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন তিনি। শুরুতে সাকিব ভারতে ডাক্তার দেখান। এরপর যুক্তরাষ্ট্র, লন্ডন ঘুরেও সমাধান খুঁজে পাননি। সবশেষ সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়ে এসে এখন নিয়মিত ম্যাচ খেলছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩
পরবর্তী নিবন্ধমৃত্যুর আগেই বুঝতে পেরেছিলেন পুনম পান্ডে, দিয়েছিলেন ইঙ্গিত