ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে এমপি-মন্ত্রীরা জড়িত: ফখরুল

মানিকগঞ্জ প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিত্যপণ্যের বাজারে আগুন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ এই সরকারের তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। সরকারই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে। ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে এই সরকারের মন্ত্রী, এমপিরা জড়িত।’

বুধবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জে বিএনপি’র সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার বাংলাদেশের সমস্ত সম্ভবনাকে ধ্বংক করে দিয়েছে। বাংলাদেশের মানুষকে একটা ভায়াবহ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। সরকার দলীয় নেতাকর্মীদের দুর্নীতি সর্ব মহলে ক্যন্সারের মত ছড়িয়ে পরেছে। এত বড় দুর্নীতি আমরা আগে কখনো দেখিনি। অর্থাৎ পরিকল্পিতভাবে এই সরকার এই দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। সাধারণ মানুষের কথা তাঁরা চিন্তাও করে না। তাদের কথা বর্তা শুনলে মনে হবে না এই দেশের জনগণের প্রতি তাদের ভালোবাসা আছে।’

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরো বলেন, ‘ভোটারবিহীন সরকারকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে আর কোনো সুযোগ দেওয়া হবে না। জনগণের বাঁধ ভেঙে গেছে, জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের সরকার করতে হলে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার লাগবে। আওয়ামী লীগের অধীনে এটা হবে না।’

এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় ডোজের ৪ মাস পরই নেওয়া যাবে বুস্টার : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধট্রুডোসহ কানাডার ৩১৩ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা