‘ব্যবসায়ীদের সঙ্গে রাজস্ব বোর্ডের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে’

পুলার২৪নিউজ প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, কড়াকড়ি আরোপ করে নয়, মানুষের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে হবে।তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে রাজস্ব বোর্ডের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।বুধবার সাবেক এই শিল্প সচিবকে দু্ই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। এই সম্পর্কের মাধ্যমেই সরকারের পাওনা আদায় করতে হবে। কঠোর পদ্ধতি কর আদায়ের কার্যপন্থা নয়। এমনভাবে কর আদায় করতে হবে, যাতে অর্থনীতি ও মানুষের জীবনে প্রভাব না পড়ে’।

অর্থনীতি সমৃদ্ধ হলে কর আদায় স্বয়ংক্রিয়ভাবে বাড়বে বলে মনে করেন মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘চেয়ারম্যান আদেশ জারি হওয়ার পর অনেকে অভিযোগ জানিয়েছেন। কেউ কেউ পরামর্শও দিয়েছেন। পরামর্শ দিতে গিয়ে একজন বলেছেন, আবাসিক ভবনগুলোর মালিক ও ভাড়াটিয়াদের কর ফাইল পর্যবেক্ষণ করলে কর বাড়বে’।

বৈঠক শেষে মোশাররফ হোসেন ভূঁইয়া এনবিআর কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। এ সময় তাদের বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধবিমানকে লাভজনক করতে প্রয়োজনে রক্ত দেব:  শাহজাহান কামাল
পরবর্তী নিবন্ধসরকার মানুষের জন্য কাজ করতে এসেছে : প্রধানমন্ত্রী