ব্যক্তি স্বার্থের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে: প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে মিথ্যা অভিযোগ তোলায় একজন সচিবকে বিনা দোষে জেল খাটতে হয়েছে। মঙ্গলবার সকালে একনেক সভার শুরুতে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেত প্রসঙ্গে তিনি বলেন, একজন ব্যক্তির স্বার্থের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পদ্মাসেতুর কাজের গতি কমেছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার নিজের নয়, দেশের ভাগ্য গড়তে এসেছে। তাই শুরু থেকেই বাংলাদেশ বলেছে, পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ মিথ্যা। একজন ব্যক্তির স্বার্থে আঘাত না লাগলে, এতোদিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটতো। পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগে সাবেক সেতু সচিব ও বর্তমান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূইয়াকে জেল খাটতে হয়েছিল।

 

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা সালাহউদ্দিনসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধভেঙে পড়তে পারে যুক্তরাষ্ট্রের অরভিল বাঁধ!