বৌলাই নদীতে আবারো তীব্র নৌজট

নুর উদ্দিন, সুনামগঞ্জ :

বালি-পাথর পরিবহনের অন্যতম নৌ-পথ জামালগঞ্জ-তাহিরপুর ও ধর্মপাশার উপর দিয়ে প্রবাহিত বৌলাই নদীতে আবারও নৌজট শুরু হয়েছে।
জামালগঞ্জ উপজেলার বেহেলীর কাছে সৃষ্ট নৌজট নানা প্রচেষ্টায় মুক্ত করে নৌ চলাচল শুরু হলেও গত রবিবার থেকে নদীর ভাটিতে আবারও তীব্র নৌজট শুরু হয়েছে। এতে প্রায় তিন শতাধিক ইঞ্জিন চালিত নৌ-যান আটকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বেহেলী ইউপি সদস্য মশিউর রহমান। প্রায় এক কিলোমিটার দীর্ঘ জট লেগে আছে বলে জানান তিনি।
বৌলাই নদীতে নৌজটের কারণে নৌযানের মালিক-শ্রমিকদের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন নদীর তীরের আশপাশের গ্রামের লোকজন। নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আশপাশের গ্রামের কৃষকসহ স্থানীয় লোকেরা।
নৌযানের শ্রমিকরা জানিয়েছেন, তাহিরপুরের ফাজিলপুর থেকে বালি-পাথর নৌপথে সারা দেশে পরিবহনের প্রধান রাস্তা বৌলাই নদী। এই নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে প্রতি বছরই নদীর বিভিন্ন স্থানে নৌজটের সৃষ্টি হয়। এতে করে তিন-চার দিনের নদীপথ অতিক্রম করতে সপ্তাহের পর সপ্তাহ একস্থানেই বসে থাকতে হয়। ব্যবসায়ীদের পাশাপাশি, নৌযানের মালিক-শ্রমিকরাও চরম লোকসানের শিকার হন। প্রতি বছরই ভরাটকৃত নদী খননের দাবি জানালেও উল্লেখযোগ্য স্থানগুলোতে খনন কাজ হচ্ছে না।
স্থানীয়দের দাবি, নদীর তলদেশ ভরাট ও নৌযান শ্রমিকদের প্রতিযোগিতার কারণে বার বার নৌজটের সৃষ্টি হচ্ছে। নৌপুলিশ ও স্থানীয় লোকজন অনেক চেষ্টা করলেও বেপরোয়া নৌযান শ্রমিকদের বিশৃংখলার কারণে সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদীতে শৃংখলা বজায় থাকলে এত নৌজট হত না।
কারণ হিসেবে একাধিক নৌযানের সুকানী দাবি করেছেন, নদীতে যে পরিমাণ পানি রয়েছে তাতে নৌকা চলাচলের সুযোগ রয়েছে। কিন্তু প্রতিযোগিতার মনোভাব নিয়ে আগে যাওয়ার প্রচেষ্টায় শ্রমিকরা ইচ্ছাখুশি নৌকা চালান। কোনভাবে একটি নৌকা নদীতে আটকা পড়লে এর পেছনে শত শত নৌকা আটকা পড়ে। কয়েকজন নৌ পুলিশ শতশত নৌকার মাঝিদের নিয়ন্ত্রণ করতে পারছেন না।
জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা তুহিন। (৪) এর সুকানী সুলেমান মিয়া বলেন, আমরার নাও গতকাল থাইক্কা আটকা আছে। নদীত ঘাটা লাগছে গত রবিবারে। অন্তত ৩০০ নাও ঘাটাত আটকি রইছে। গাং ভরাট অইছে ঠিক আছে, তবে আমরারও দুষ আছে। আমরার মানুষরাই কার আগে কে তাড়াতাড়ি যাইত চেষ্টা করে। কোনভাবে একটা নাও গাংয়ে আটক পড়লেই ইডার পিছে একটার পর একটা ঘাটাত আটকা পরে। সবাই যদি লাইন ধইরা আওয়া-যাওয়া করত তাইলে এই ঘাটা লাগত না। ঘাটাত আটক পইরা আমরার সব লস।
বেহেলী ইউনিয়নের হিজলা থেকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পৈন্ডুপ গ্রাম পর্যন্ত সৃষ্ট নৌজটে প্রায় ৩০০ বালি-পাথর পরিবহনকারী নৌকা আটকা পড়েছে বলে জানান তিনি।
বেহেলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদপুর গ্রামের বাসিন্দা মশিউর রহমান বলেন, বৌলাই নদীতে নৌজটের কারণে শ্রমিকদের পাশাপাশি এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। নদী তীরের লোকজন গৃহস্থালীর কাজে নদীর পানি ব্যবহার করতে পারছেন না। নৌ শ্রমিকদের মল-মূত্রে নদীর পানি দূষিত হয়ে পড়ছে। নৌজটে নদী পথ বন্ধ হয়ে পড়ায় নিত্য প্রয়োজনীয় অন্যান্য নৌকা চলাচল বন্ধ রয়েছে। জরুরিভিত্তিতে নদী খনন করে নৌজটমুক্ত করতে দ্রুত প্রয়োজনীয় ববস্থা নিতে হবে।
পৈন্ডুপ গ্রামের বাসিন্দা দিপক তালুকদার বলেন, বৌলাই নদীর অধিকাংশ জায়গা ভরাট হয়ে গেছে। প্রতি বছরই শুকনো মওসুমে হিজলা, মাহমুদপুর, পৈন্ডুপ গ্রামের সামনে হাঁটু-কোমড় পানি হয়ে যায়। যার কারণে এই কয়েকটি গ্রামের সামনে নৌজটের সৃষ্টি হয়। গত ৮-১০ বছর ধরেই এই সমস্যা দেখা দিয়েছে। তবে ৪-৫ বছর ধরে ভয়াবহ নৌজট হয়। নদী ভরাটের ফলে শুধু নৌজটই নয় পাহাড়ি ঢলের পানি নদীর তীর উপচে হাওর ঝুঁকিতে পড়ে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড-এর পওর শাখা-১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া বলেন, রক্তি নদীর সংযোগস্থল থেকে বৌলাই নদীর কালীবাড়ি এলাকা পর্যন্ত ভরাটকৃত ২৭ কিলোমিটার জায়গা খননের লক্ষ্যে ডিপিপি তৈরি করে পানি উন্নয়ন বোর্ডে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে নদীর এই অংশটুকু দ্রুত খনন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে এমপি হওয়ার দৌড়ে দুই আইনজীবী
পরবর্তী নিবন্ধভারতে সাজা ভোগের পর দেশে ফিরল ২১ বাংলাদেশি