নিউজ ডেস্ক :
বৈদেশিক বিনিয়োগ বাড়াতে শিল্প বিশেষজ্ঞ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) হিটম্যাপ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ সরকারের শীর্ষ বিনিয়োগ প্রচার সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
সোমবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, এফডিআই হিটম্যাপ তৈরির মূল উদ্দেশ্য হলো নির্ভরযোগ্য ও সর্বশেষ তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে এমন সম্ভাবনাময় দেশ, প্রতিযোগিতামূলক খাত ও কৌশলগত বিনিয়োগকারীদের চিহ্নিত করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা।
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘এতদিন আমাদের বিনিয়োগ প্রচারে সক্রিয়তার অভাব ছিল। এখন আমরা বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করার লক্ষ্যে তথ্যভিত্তিক কৌশলগত প্রচার করতে চাই, এর জন্য বিভিন্ন দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সহযোগিতায় এফডিআই হিটম্যাপ তৈরির কাজ হাতে নিয়েছে বিডা। প্রচারের লক্ষ্যে সংগৃহীত তথ্য হালনাগাদ রাখতে আমরা বাংলাদেশে এফডিআইর উৎস (বর্তমান ও সম্ভাবনাময়) দেশগুলোর বিশেষজ্ঞ এবং অংশীদারদের নিয়মিত পরামর্শ গ্রহণ করব।’
এফডিআই হিটম্যাপ তৈরির কার্যক্রমটি বিডা’র নতুন বিজনেস ডেভেলপমেন্ট টিমের নবনিযুক্ত প্রধান নাহিয়ান রহমান রোচির তত্ত্বাবধায়নে পরিচালিত হবে। আশা করা যাচ্ছে যে নভেম্বর মাসের শেষ নাগাদ এর মাধ্যমে কার্যকরী তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।
বিডার এই উদ্যোগে অংশীদার হিসেবে রয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আইডিএলসি, ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন (আইএফসি), প্রাইসওয়াটারহাউসকুপার, বোস্টন কনসাল্টিং গ্রুপ (BCG), আর্নস্ট অ্যান্ড ইয়াং, লাইটক্যাসেল পার্টনার্স, ইনস্পাইরা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিসহ আরও অনেক খ্যাতনামা প্রতিষ্ঠান।