পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন ১৫ জানুয়ারি শুরু হলেও বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৯৫৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ৯০০ জন পবিত্র হজ পালন করেন।
বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গত বছর মোট ৪০ হাজার ৯৪ জন প্রাক নিবন্ধন করলেও কোটা পূরণ হয়ে যাওয়ায় বাকিরা যেতে পারেননি। ফলে এবার হজে যাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন।
প্রাক নিবন্ধন থেকে শুরু করে হজ পালন পর্যন্ত সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সুব্যবস্থা নিশ্চিত করবে।