বেন স্টোকসের বাসায় ডাকাতি

স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের বাসায় ডাকাতি হয়েছে। পাকিস্তান সফরের সময় কাউন্টি দুরহামে তার ক্যাসেল ইডেনের বাড়িতে একদল মুখোশধারী ডাকাতি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গত ১৭ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে বলে জানান স্টোকস।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দুঃসংবাদটি দেন স্টোকস। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, ডাকাতির সময় তার পরিবার বাড়িতেই ছিলেন। তবে তাদের শারীরিক কোনো ক্ষতি হয়নি। কিন্তু এর মানসিক প্রভাব তাদের ওপর পড়েছে।

পোস্টে ডাকাতি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবিও দেন স্টোকস। অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

স্টোকস লেখেন, ‘সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ঘটনাটি ঘটেছে তখন, যখন আমার স্ত্রী ও ছোট দুটি বাচ্চা বাসায় ছিল। আমার পরিবারের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি, এটাই স্বস্তি। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনা তাদের অনুভূতি ও মানসিকভাবে আঘাত করেছে। আমরা এখন ভাবছি, পরিস্থিতি কতটা খারাপ হতে পারতো।’

স্টোকস আরও লেখেন, ‘চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবি প্রকাশ করছি। আশা করছি, এগুলো হয়তো সহজে চেনা যাবে। এর মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত, তাদের আমরা খুঁজে বের করতে পারবো। যদিও আমরা অনেক কাছের সম্পত্তি হারিয়েছি, এসব জিনিস উদ্ধারের জন্য এই ছবিগুলো প্রকাশ করা হয়নি। আমার উদ্দেশ্য যে এই কাজ করেছে, তাকে খুঁজে বের করা।’

ইংলিশ অলরাউন্ডার যোগ করেন, ‘তারা গয়না, অন্যান্য মূল্যবান জিনিসপত্র এবং ব্যক্তিগত আইটেম নিয়ে পালিয়ে গেছে। এই আইটেমের অনেকগুলোর সঙ্গে আমার ও আমার পরিবারের জন্য আবেগ জড়িত। সেগুলো অপূরণীয়।’

স্টোকস তার অর্জিত পদকের পাশাপাশি তিনটি নেকলেস, একটি আংটি এবং একটি ডিজাইনার ব্যাগের ছবি পোস্ট করেন।

পূর্ববর্তী নিবন্ধএবার বাবাকে বাঁচাতে গাড়ি কিনে দিলেন সালমান
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকবে অস্ট্রেলিয়ার