বেনাপোল চেকপোস্টে প্রায় ১৮ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে বিজিবি। আটক মাহামুদুর রহমান লিটন (৩৫) নেত্রকোণার বড়াপিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
আজ সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয় বলে জানান যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব।আব্দুল ওহাব বলেন, একজন পাসপোর্টযাত্রী বিদেশি মুদ্রার একটি চালান নিয়ে বেনাপোল চেকপোস্টে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল সেখানে অবস্থান নেন। ভারতে যাওয়ার জন্য আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছালে লিটনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, পরে তার ব্যাগ ও শরীরে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৭০০ মার্কিন ডলার পাওয়া যায়; যা বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।
মুদ্রা পাচারের অভিযোগে লিটনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে সুবেদার আব্দুল ওহাব।