বেনাপোলে ২০ স্বর্ণের বারসহ যুবক আটক

জেল প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ সবুজ (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে বেনাপোল বন্দরের ২২ নম্বর গেটের সামনে থেকে স্বর্ণের বারসহ ওই যুবককে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক সবুজ বেনাপোল পৌরসভার সাদীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি স্বর্ণপাচারকারী বলে জানা গেছে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে বড় একটি স্বর্ণের চালান পাচার হয়ে আসছে এমন গোপন খবর আসে। এ খবরের ভিত্তিতে সন্দেহভাজন এক ইজিবাইকচালককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৩০০ গ্রাম।

আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধপুচকে লেভান্তের সঙ্গে ড্র করেছে রিয়াল
পরবর্তী নিবন্ধআ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার