বেতন বাড়ছে সাকিব-তামিমদের

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি ঝুলে আছে অনেকদিন ধরে। কথা ছিল- গত ১৫ জুন বোর্ড সভা শেষে ঘোষণা হবে কেন্দ্রীয় চুক্তি। জানা যাবে কারা চুক্তিতে থাকছেন, কারা থাকছেন না। তবে সেই চুক্তি এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় চুক্তির সবশেষ তথ্য জানাতে গিয়ে আকরাম খান জানালেন, এবারের চুক্তিতে বেতন বাড়ছে ক্রিকেটারদের।

আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সাথে বসে মোটামুটি কিছু জানার ব্যাপার ছিল তো আমরা ওটা জেনেছি। আমরা দুই একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেটা আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলবো।’

সঙ্গে আরও যোগ করেন আকরাম, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।’

পূর্ববর্তী নিবন্ধহারিয়ে যাওয়া শিশুকে বাবার কোলে ফিরিয়ে দিলো মুকসুদপুর থানা পুলিশ
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার