বেটিসকে পেল ম্যানইউ, লিসবনকে পেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ড্রতে বার্সেলোনাকে হারিয়ে আসা ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসকে। আর আর্সেনাল পেয়েছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনকে।

ইউরোপা লিগের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। আর ফিরতি লেগ হবে ১৬ মার্চ।

ম্যানইউ প্রথম লেগ খেলবে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। আর আর্সেনাল প্রথম লেগ খেলবে লিসবনের মাঠে। আর ফিরতি লেগ খেলবে ঘরের মাঠে।

পর্তুগীজ লিগে লিবসন আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। অন্যদিকে লা লিগায় রিয়াল বেটিস আছে পঞ্চম স্থানে।

ইউরোপা লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়া শেষ ষোলোতে পেয়েছে ফেনারবাখকে। অন্যদিকে হোসে মরিনহোর এএস রোমা পেয়েছে রিয়াল সোসিয়েদাদকে। জুভেন্টাস শেষ ষোলোতে লড়বে ফ্রেইবার্গের বিপক্ষে।

ড্রতে আট গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো পেয়েছে প্লে-অফ খেলে জিতে আসা দলগুলোকে। তবে নিয়ম অনুযায়ী একই দেশের ক্লাবগুলো শেষ ষোলোতে একে অন্যের সঙ্গে পড়েনি।

এক নজরে শেষ ষোলোর ড্র:
ইউনিয়ন বার্লিন-ইউনিয়ন সেইন্ট গিলোইস
সেভিয়া-ফেনারবাখ
জুভেন্টাস-ফ্রেইবার্গ
বায়ার লেভারকুজেন-ফেরেনকভারস
স্পোর্টিং লিসবন-আর্সেনাল
ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল বেটিস
এএস রোমা-রিয়াল সোসিয়েদাদ
শাখতার দনেৎস্ক-ফেইনুর্ড রটারডাম।

 

পূর্ববর্তী নিবন্ধনারী ক্রিকেটারদের উন্নতিতে কাজ করবেন সানিয়া মির্জা
পরবর্তী নিবন্ধএবার নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা