শনিবার গভীর রাতে রাজধানীর ধানমণ্ডিতে এ ঘটনা ঘটে। তার মরদেহ ঢাকা মেডিকেল মর্গ থেকে ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন স্বজনরা।
ধানমণ্ডি থানার এসআই রেজাউল ইসলাম জানান, ধানমণ্ডি আবাহনী মাঠের পাশে স্টাফ কোয়ার্টার এলাকায় টিনশেডের ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন মিলন হাওলাদার। তিনি দিনমজুরের কাজ করতেন।
শনিবার দিনগত রাত আড়াইটার দিকে মিলন হাওলাদার রান্নাঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত মিলন হাওলাদার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণপুর গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে।
নিহতের বাবা জানান, মিলন মাঝে মাঝে শ্রমিকের কাজ করতেন। অধিকাংশ সময় বেকার থাকতেন।
গত কিছুদিন ধরে বিয়ে করবে বলে তার মাকে জানায় মিলন। কিন্তু এখনই বিয়ে দিতে তার মা রাজি না হওয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানান চুন্নু হাওলাদার।