পপুলার২৪নিউজ ডেস্ক:
ফিরেছেন ওমান থেকে। এরপর নিয়মানুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও সেটি না মেনে গোপনে সারছেন বিয়ের কাজ। এমন সময় হাজির ভ্রাম্যমাণ আদালত। বিয়ের বৌভাতের অনুষ্ঠান থেকে বর-কনেকে পাঠানো হলো হোম কায়ারেন্টাইনে। করা হলো জরিমানাও।
শুক্রবার (২০ মার্চ) ঘটনাস্থল মিরসরাইয়ের বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
ইউএনও জানান, হোম কোয়ারেন্টাইন না মেনে বৌভাতের আয়োজন করায় অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। ওমান ফেরত ওই প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর-কনে দুজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
মিরসরাইয়ে ওমান ফেরত আরেক প্রবাসী এবং ব্রাজিল ফেরত এক প্রবাসীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় বলেও জানান তিনি।
এদিকে, বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টাইন না মানায় দেশের বিভিন্ন জেলায় আরও কয়েকজন প্রবাসীকে জরিমানা করেছে জেলে-উপজেলা থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।