পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর পল্লবী থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জেএমবির চার সদস্যের ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক নিত্যনন্দ সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ইসহাক শেখ, আনাস আলী, রফিকুল ইসলাম ও খলিল মিয়া।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের ২ আগস্ট রাজধানীর পল্লবী এলাকায় র্যাব অভিযান চালায়। অভিযানে আসামিদের কাছ থেকে গ্রেনেড উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-১১ এর উপ-পরিদর্শক খন্দকার মিজানুর রহমান পল্লবী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।
২০০৭ সালের ২৮ আগস্ট পল্লবী থানার উপ-পরিদর্শক আবু সাঈদ আকন্দ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৮ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ৭ জন সাক্ষ্য প্রদান করেন।