বিসিবি সভাপতির সাথে বৈঠকে বসছে বিসিসিআইয়ের প্রতিনিধিদল

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নির্বাচিত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) একটি প্রতিনিধিদল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের সাথে সাক্ষাৎ করবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন আর্থিক কাঠামো ও আইসিসির পুনর্গঠনে নিজেদের ভূমিকা ঠিক করাই এই সাক্ষাতের প্রধান উদ্দেশ্য।

বাংলাদেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিকের বরাতে জানা গেছে বিসিসিআইয়ের দায়িত্ব প্রাপ্ত সভাপতি সি কে খান্না, যুগ্ন সচিব অমিতাভ চৌধুরি ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি এই সভায় অংশ নেবেন। তবে প্রতিনিধিদলে কে কে থাকছেন এ ব্যাপারে বিসিসিআইয়ের পক্ষ নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

আইসিসির দ্বিস্তর ক্রিকেটনীতি ও সাংবিধানিক সংস্কারের বিরোধিতা করেছিল বিসিবি। একটি নির্দিষ্ট সময় পর পর পূর্ণ সদস্য দেশগুলোর অবনতি হতে পারে, আইসিসির এমন প্রস্তাবেও দ্বিমত পোষণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এসব বিষয়ে চূড়ান্ত আলোচনা করতে বিসিবি সভাপতির সাথে বৈঠক করবে বিসিসিআইয়ের প্রতিনিধিদল।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ চলাকালে পাপন বলেছিলেন, ‘আমরা আর্থিক সংস্কারের বিষয়ে কিছু বলিনি কিন্তু সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কিছু বলার আছে। আমিও সে কমিটির সদস্য। আইসিসির গেল সভায়, অনেক কিছু আমাদের মতের সাথে মেলেনি। ‘

পাপন আরও বলেন, ‘পরের বৈঠকে একটা একটা করে বিষয়ে আলোচনা হবে। সেখানে আমাদেরও অধিকার থাকবে পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার। অনেকেই আমাকে বলেছে সব কিছুতে না বলতে, কিন্তু আমার কথা হলো যদি বিসিবি আরও বেশি অর্থ পায় তবে আমি কেন না বলব! আমি তো বিসিবির ভালোই দেখব। ‘

বিসিসিআইয়ের সাথে বৈঠক শেষেই হয়তো জানা যাবে বিসিবি কি কি সুবিধা পেতে পারে আগামী আইসিসি বৈঠকে।
সূত্র : ডেইলি স্টার

পূর্ববর্তী নিবন্ধ‘মেসি মেসিই, আমি পাওলো’
পরবর্তী নিবন্ধসুয়ারেজ লাইনে সিগারেট নিক্ষেপ, অতঃপর প্রচণ্ড বিস্ফোরণ