বিসিবির পরিচালক হলেন নাজমুল আবেদীন ফাহিম

স্পোর্টস ডেস্ক : দিন দুয়েকের মধ্যেই বিসিবির পরিচালনা পর্ষদে এলো বেশ রদবদল। আজ (বুধবার) ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবালয়ের কনফারেন্স কক্ষে বিসিবির জরুরি সভায় সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। সেখানে অনেকটা অনুমিতভাবে নতুন সভাপতি হন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এদিকে পরিচালনা পর্ষদে এসেছে আরও এক নতুন মুখ। বিসিবি পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

আইসিসির গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সরাসরি কোনো বোর্ডের সভাপতির দায়িত্বে কাউকে বসানোর বিষয়টি বেশ জটিল। তবে ফারুক আহমেদের ক্ষেত্রে সেই কাজটি সহজ হয়ে যায় সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালকের পদ থেকে জালাল ইউনুসের পদত্যাগের পর। এতেই সেই শূন্য পদে আগে বিসিবির পরিচালক হিসেবে আনা হয় ফারুককে। পরে বোর্ডের পরিচালনা পর্ষদের ভোটাভুটির মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি।

এদিকে ফাহিম স্থলাভিষিক্ত হয়েছেন এনএসসির মনোনীত আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববির জায়গায়। সোমবার জালাল ইউনুসের মতো ববিকেও মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল পদত্যাগের জন্য। তবে সেখানে সাড়া দেননি ববি। পরে তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিসিবির আজকের বোর্ড সভায় উপস্থিত ছিলেন আট পরিচালক, মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, কাজী ইনাম আহমেদ, সাইফুল আলম স্বপন, ইফতেখার রহমান মিঠু, সালাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা। এতেই বিসিবির পুনর্গঠিত বোর্ডে স্বাভাবিকভাবেই পলিচালকের পদে থেকে যাচ্ছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধ১০ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা