রাজু আনোয়ার:
প্রতিবাদ ও প্রতিরোধের এক শক্তিশালী অস্ত্র নাটক।চলচ্চিত্রের বিবর্তনের আগে মানুষ নাটককেই বিনোদনের উৎস হিসেবে উপভোগ করত। সময়ের ধারাবাহিকতায় শুধু বিনোদন নয় মানুষের সমবেত কণ্ঠস্বর হয়ে ওঠেছে থিয়েটার।
আজ ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস।বিশ্বের নাট্যকর্মী ও শিল্পীদের মধ্যে সৌহার্দ্য স্থাপন ও নাটকের শক্তিকে নতুন করে আবিষ্কার করার লক্ষ্যে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট ১৯৬২ সাল থেকে সারা বিশ্বে এই দিনটি উদযাপন করে আসছে।
১৯৬১ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নবম কংগ্রেসে বিশ্ব নাট্য দিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরের বছর প্যারিসে অনুষ্ঠেয় (১৯৬২ সালে) থিয়েটার অব নেশন্স উৎসবের সূচনার দিনটি অর্থাৎ ২৭ মার্চ প্রতি বছর বিশ্ব নাট্য দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশে ১৯৮২ সাল থেকে মঞ্চশিল্পীরা দিবসটি উদযাপন করে।প্রথম দিকে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট- বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ পথ নাটক পরিষদ এ দিবসটিকে উদযাপন করত। সম্প্রতি দেশব্যাপী বিভিন্ন নাট্য সংগঠন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব কিংবা নাট্যকলা বিভাগসমূহ বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব নাট্য দিবস উদযাপন করে আসছে।
বিশ্ব থিয়েটার দিবসের প্রথম বার্তাটি লিখেছিলেন ফরাসি নাট্যকার জ্যঁ কক্টো। প্রথম আইটিআই সম্মেলন ফিনল্যান্ডের হেলসিংকিতে এবং দ্বিতীয়টি ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছিল। প্রতি বছর বিশ্ব থিয়েটার দিবসের থিম নির্ধারণ করা হয় না। প্রতি বছরই এই দিবসের মূল সুর থাকে ‘থিয়েটার এবং শান্তির সংস্কৃতি’।
থিয়েটার কেবল মঞ্চের নয়, থিয়েটার রাস্তার, থিয়েটার গলির, থিয়েটার ড্রয়িং রুমেরও, থিয়েটার মাঠের। থিয়েটার মানুষকে এমন আশ্চর্য বিষয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেখান থেকে চোখ বুঁজে ফিরে আসার পথ থাকে না। তাই থিয়েটার আর শুধুই শিল্প নয়। থিয়েটার চেতনার এক অন্য ভাষাও। থিয়েটারে এখন দর্শকরা শুধুই দর্শক নন, তাঁরাও হয়ে উঠতে পারেন নাটকের প্রক্রিয়ার অংশ। অভিনয়ের মাধ্যম, প্রচেষ্টা এবং প্রতি নাট্যশিল্পী তথা নাট্য কর্মীর অবদান সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই দিনটির তাৎপর্য।
বিশ্ব নাট্য দিবসের প্রেরণা একদিকে যেমন বিশ্বের প্রথিতযশা নাট্যকারসহ উল্লেখযোগ্য নাট্য প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্টদের স্মরণ তেমনি বিশ্বের প্রতিটি প্রান্তের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনচর্চার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত নাট্য নমুনাগুলোরও স্মরণ করা । একই সঙ্গে বিশ্ব নাটকের এসব মহৎ স্রষ্টা ও তাদের সৃষ্টিগুলো স্মরণের মাধ্যমে নিজেদের অনুপ্রাণিত করা। প্রচলিত ইতিহাস গ্রামীণ পালাকার কিংবা লোককবিদের স্ব-স্ব নামে চিহ্নিত না করলেও বিশ্ব সভ্যতার প্রতিটি জনপদের মানুষ নিজ নিজ অঞ্চলের সেইসব লোককবি বা পালাকার এবং গায়েনের শৈল্পিক অবদানে সমৃদ্ধ হয়েছে। আজ তাই বিশ্ব নাট্য দিবসে কেবল ইতিহাস প্রসিদ্ধ নাট্যকারদেরই স্মরণ ও বরণ নয় বরং ঐতিহ্যবাহী নাট্য পরিবেশনা শিল্পের সঙ্গে সম্পৃক্ত অথচ অখ্যাত ও অনালোকিত পালাকার ও গায়েনদের বিভিন্ন পরিবেশনার প্রতিও আমাদের দৃষ্টি ফেরানোর কথা ভাবতে হবে।
বিশ্ব সভ্যতার উদ্ভব ও বিকাশের আদিতম ক্ষেত্র হিসেবে স্বীকৃত মিসর, গ্রিস, রোম, ভারতবর্ষ, চীন ও জাপানের কথা আমরা চিহ্নিত করে থাকি। এ সব অঞ্চলের প্রাচীন ইতিহাস অধ্যয়নে জানা যায় সর্বত্রই নাটক নামে এক ধরনের পরিবেশনা শিল্পের অস্তিত্ব ব্যাপকভাবে বিদ্যমান ছিল এবং সেই প্রাচীনকালেই তা বিকশিত রূপ লাভ করেছিল।
বিশিষ্ট গ্রিক দার্শনিক অ্যারিস্টটল নাট্যসাহিত্যের গুণাগুণ ও নন্দনতত্ত্ব বিষয়ক ‘কাব্যতত্ত্ব’ নামে গ্রন্থও রচনা করেছেন। তিনি তার সমকালীন ও পূর্ববর্তীকালের গ্রিক নাট্যকার যেমন- এস্কিলাস, সফোক্লেস, ইউরোপিদেস, অ্যারিস্টোফানেস প্রমুখের নাটক বিশ্লেষণপূর্বক এ গ্রন্থ রচনা করেন। গ্রিক ট্র্যাজেডির পর আমরা জগদ্বিখ্যাত নাট্যকার শেক্সপিয়রের কথা জানি।
ভারতবর্ষের নাটকের ইতিহাসও অত্যন্ত প্রাচীন। বলা হয়ে থাকে ব্রহ্মার নির্দেশে ভরত ঋকবেদ থেকে কথা, সামবেদ থেকে গান, যজুর্বেদ থেকে পাঠ এবং অথর্ববেদ থেকে রস নিয়ে পঞ্চম বেদ হিসেবে ‘নাট্যবেদ’ প্রণয়ন করেন। তারপর ব্রহ্মারই নির্দেশে ভরত তার শত পুত্র (অথবা) শিষ্যকে নিয়ে নাটক পরিবেশনের আয়োজন করেন। এ ইতিহাস নয়- নাটকের উদ্ভব সম্পর্কে ভারতবর্ষের প্রচলিত মিথ।
মিথ বা অতি কথন যাই হোক না কেন ভারতবর্ষে নাটক প্রচলনের ইতিহাস খ্রিস্ট-জন্মের সময় থেকেই । মহামতি গৌতম বুদ্ধের জীবনী নিয়ে অশ্বঘোষ একাধিক নাটক রচনা করেছেন। তিনি তার নাটকের মাধ্যমে বৌদ্ধ ধর্মের বাণী প্রচারের ব্রত গ্রহণ করেছিলেন। ভাস ও সৌমিল্ল নামক শক্তিধর নাট্যকারদের কথা মহাকবি কালিদাস নিজেই তার ‘মালবিকাগ্নি মিত্র’ নাটকের সূত্রধারের সংলাপে উদ্ধৃত করেছেন। আর কালিদাসের নাট্যকার হিসেবে যশের কথা অনেকেই জানেন। তার ‘অভিজ্ঞান শকুন্তলা’ নাটকের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ববরেণ্য কবি সাহিত্যিকগণ।
বাংলা ভাষায় নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর অনন্য অবদান রাখলেও তার আগে রামনারায়ণ , মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষসহ অনেকের অবদান অসামান্য ও অতুলনীয়। তবে রবীন্দ্রনাথ বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে তার রচনায় সমকালীন চেতনায় লগ্ন করেছেন। ফলে, হাজার বছরের বাঙালি জীবনে চর্চিত ঐতিহ্যবাহী বাংলা নাটকের আঙ্গিক কখনো প্রচ্ছন্ন কখনো বা প্রকটভাবে রবীন্দ্রনাথের নাটকে নানাভাবে বিধৃত হয়েছে।
রবীন্দ্রনাথের মতো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাটক রচনায়ও বাঙালির আবহমানকালের ঐতিহ্যবাহী আঙ্গিকের লক্ষণ স্পষ্টভাবে উপলব্ধি সম্ভব। রবীন্দ্রনাথ ও নজরুলের পূর্ববর্তী সময়ে ‘জমিদার দর্পণ’ নাটক রচনা করে প্রথম মুসলিম নাট্যকার হিসেবে মীর মশাররফ হোসেনের ইতিহাস সৃষ্টি করেছিলেন।
স্বাধীনতা পূর্বকালে বাংলাদেশ ভূখণ্ডে যারা নাটক রচনা করেছিলেন তাদের মধ্যে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, আ ন ম বজলুর রশীদ, নূরল মোমেন, মুনীর চৌধুরী, আসকার ইবনে শাইখ, সিকান্দার আবু জাফর, সৈয়দ ওয়ালীউল্লাহ, সাঈদ আহমেদ প্রমুখ অন্যতম।
মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার স্বপ্ন আকাক্সক্ষা সমকালীন তরুণ প্রজন্মকে শানিত চেতনায় উজ্জীবিত করেছিল বলে তাদের সঙ্গে মঞ্চের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও ব্যাপক। স্বাধীন বাংলাদেশে তরুণ প্রজন্ম নাটককে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে একটি সামাজিক আন্দোলন রূপেও প্রতিষ্ঠা করেন। তাই বাংলাদেশের মঞ্চ নাটককে মুক্তিযুদ্ধের সার্থক ফসল হিসেবেও অনেকে মনে করেন।
স্বাধীন দেশে নতুন প্রেরণায় মমতাজ উদদীন আহমদ, আবদুল্লাহ আল মামুন, মামুনুর রশীদ, সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন, আল মনসুর প্রমুখ বাংলাদেশের মঞ্চকে নতুন উদ্দীপনায় জাগিয়ে রাখেন। নতুন নতুন নিরীক্ষায় নতুন নতুন নাট্যকার ও নতুন নতুন নির্দেশকের আবির্ভাব ঘটে এ সময়ে। ফলে, মঞ্চ নাটক নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনাও বিস্তৃত হতে থাকে।
দেশীয় নাট্যকারদের পাশাপাশি একাধিক নাট্যদলের পরিবেশনায় বিদেশি নাট্যকারদের নাটকও জনপ্রিয় হতে থাকে। ‘বিশ্ব রঙ্গমঞ্চে ঝংকৃত হোক বাংলা নাট্যের শাশ্বত সুর’ এই স্লোগানকে ধারণ করে ১৯৮০ দশকের মাঝামাঝি সময়ে নাট্যকার সেলিম আল দীনের নেতৃত্বে এ দেশে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পূর্ণাঙ্গ পাঠক্রম অনুসরণের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষা কার্যক্রম প্রবর্তিত হয়। ১৯৮৬ সালের ১১ মার্চ সিন্ডিকেট সভায় অনুমোদনের মাধ্যমে এ দেশে প্রতিষ্ঠিত হয় প্রথম স্বয়ং-সম্পূর্ণ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশে অনলাইন লাইভে এক অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। আইটিআই বাংলাদেশ কেন্দ্রের প্রেসিডেন্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশ্ব আইটিআই সম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সেক্রেটারী জেনারেল দেব প্রসাদ দেবনাথ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল কামাল বায়েজীদ, বাংলাদেশ পথনাটক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান।