বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ ইস্যুর প্রভাব পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ ইস্যুতে কোনো প্রভাব পড়েনি এবং পড়বেও না। শুক্রবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন পুলিশ কন্ট্রোল রুমে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, ভারতের নিজামুদ্দিন মারকাজের সদস্যদের মধ্যে মতভেদ আছে। তারই একটি ধারবাহিকতা বাংলাদেশে এসেছে। এ মতভেদ যাতে মিটে যায় এবং ইজতেমা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সরকারের সে প্রচেষ্টার অংশ হিসেবে প্রথম পর্বে ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া দ্বিতীয় পর্বেও ইজতেমা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নারায়গঞ্জের ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে। যারা অস্ত্র দেখিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের ধরার চেষ্টা চলছে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল, পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, অ্যাডিশনাল আইজি ড. জাবেদ পাটোয়ারী ও গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ।

পূর্ববর্তী নিবন্ধএমপিওভুক্তির জন্য শিক্ষকদের আন্দোলনের প্রয়োজন নেই: আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে ৩২১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ