বিশ্বে প্রথমবারের মতো দুবাইয়ে উটের চিকিৎসায় হাসপাতাল

পপুলার২৪নিউজ ডেস্ক:

দুবাই ক্যামেল হসপিটাল। উটের চিকিৎসার জন্যে এটাই বিশ্বের প্রথম হাসপাতাল।

দুবাইয়ে অসুস্থ উটদের চিকিৎসা দেওয়া শুরু করেছে তারা। ইতিমধ্যে সবার মধ্য বেশ আগ্রহ সৃষ্টি করেছে হাসপাতালটি।আল মারমোম-এ অবস্থিত এই হাসপাতাল। উচ্চমানের যন্ত্রপাতির মাধ্যমে চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আছে অত্যাধুনিক এক্স-রে রুম। একযোগে ২০টি উটকে চিকিৎসা দেওয়া সম্ভব এখানে।

পৃথিবীতে এই প্রথম উটের জন্যে পৃথক কোনো হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এখানকার যন্ত্রপাতিও একেবারে নতুন। এই হাসপাতালের জন্যেই বানানো হয়েছে।

এটি বানাতে খরচ হয়েছে ৪০ মিলিয়ন দিরহাম।চিকিৎসক এবং সহকারীরা এ কাজে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। ভারত, ব্রিটেন, স্পেন এবং ম্যাক্সিকো থেকে এসেছেন তারা। অসুস্থ উটদের চিকিৎসার পর তাদের সেখানেই রেখে দেওয়া হয়। সবল হতে এবং আগের অবস্থায় ফিরিয়ে নিতে ছোটখাটো রেসিং ট্র্যাকও রয়েছে সেখানে।

এখানে কেবল চিকিৎসাই দেওয়া হবে তা নয়, উটদের নিয়ে বিস্তৃত পরিসরে গবেষণার কাজও করা হবে। এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে উট। তাদের রেসিং কিংবা খামার আরবদের প্রাচীন জীবনের সঙ্গে মিশে রয়েছে। তাদের জন্যেই তাই এই আয়োজন।
সূত্র : দুবাই পোস্ট

পূর্ববর্তী নিবন্ধনেতাকর্মীদের মুক্ত করে বাসায় ফিরলেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে জাতিসংঘকে আহ্বান