বিশ্বের তিন নম্বর ধনী জাকারবার্গ

পপুলার২৪নিউজ ডেস্ক :

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনীর তকমা পেয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি হিসেবে জাকারবার্গ তিন নম্বরে জায়গা করে নেয়ায় তিনি তিন নম্বরে থাকা বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়ারেন বাফেটকে পিছনে ফেললেন। দ্য ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। ব্লুমবার্গের তালিকায় বিশ্বের সেরা ধনী হিসেবে ৫০০ ব্যক্তির নাম স্থান পেয়েছে।

জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ ওয়ারেন বাফেটের থেকে ৩৭৩ মিলিয়ন মার্কিন ডলার বেশি। বাফেটের মোট সম্পত্তির পরিমাণ ৮১.২ বিলিয়ন মার্কিন ডলার; যেখানে জাকারবার্গের সম্পদের পরিমাণ ৮১.৬ বিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, এই প্রথম টেকনোলজি দুনিয়া থেকে প্রথম তিনজন ধনীদের তালিকায় স্থান পেলেন। মাত্র ২৩ বছর বয়সে একশো কোটি টাকার মালিক হয়েছিলেন জুকেরবার্গ। এবার ৩৪ বছরে তার সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৫.৫ লাখ কোটি টাকা।

ফরচুন ম্যাগাজিনের একটি রিপোর্ট অনুযায়ী, দুনিয়াজুড়ে বিনিয়োগকারীরা এখন ফেসবুকের দিকে ঝুঁকছেন। কোনো কোনো মহল মনে করছে, তার ফলেই দেখা যাচ্ছে ডেটা ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ সত্বেও ফেসবুকের শেয়ার সম্প্রতি ২.৪ শতাংশ বেড়েছে। ২০১২ সালে বাজারে আসার পর ফেসবুকের স্টক ৪০০ শতাংশ বেড়েছে।

জীবদ্দশায় ফেসবুকের মোট তহবিলের ৯৯ শতাংশই দান করে দেবেন বলে অঙ্গীকার করেছেন জাকারবার্গ। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ফেসবুক। মার্ক জাকারবার্গ ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা।

পূর্ববর্তী নিবন্ধগুগলে চাকরি করবেন আদিত্য, বেতন বছরে ১.২ কোটি
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে দেনা শোধ না করায় শ্রমিককে গাছে বেঁধে নির্যাতন