বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ!

নিউজ ডেস্ক। রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এঘটনার পর ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে প্রচার চালানো হয়েছে। নিহত ওই ছাত্রী ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বাংলাদেশে পড়াশোনা করতেন। তার নাম নওশীন আক্তার সাবা। এদিকে সাবা হত্যার প্রতিবাদে শনিবার জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। পরে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাস্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রান করেছেন একটি নারী সংগঠনসহ নিহত সাবার স্বজনরা ।

এর আগে শনিবার দুপুরে জেলা নারী মুক্তি সংসরে উদ্দ্যোগে শহরের জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরের সামনের প্রধান সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নারী মুক্তি সংসদের সভাপতি সেলিমা দিল আফরোজ হাসি, সাধারন সম্পাদক ফরিদা চৌধুরী এবং নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী- নওশীন আক্তার সাবার ছোট বোন- উম্মে হাতুন আজিজ মাহিন, স্বজন আমির হামজা, সিহাব উদ্দীন জয়, সাজ্জাদুর রহমান সুমন, রুহুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, নওশীন আক্তার সাবা আত্মহত্যা করেননি, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়েছে। নওশীনের স্বামী সফটওয়ার ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও উলে­খ করেন বক্তারা। তারা অবিলম্বে নওশীন আক্তার সাবার হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিাবি করেন।

উলে­খ্য, জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের প্রফেসর মাহমুদ হাসানের মেয়ে সাবা ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বাংলাদেশে পড়াশোনা করতেন। তিনি তার সফটওয়ার ইঞ্জিনিয়ার স্বামী সেলিম আহমদের সাথে মধ্য বাড্ডার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ১২মে মধ্যরাতে তার স্বামী পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালায় বলে অভিযোগ উঠে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয়াঙ্কার সঙ্গে তুলনা করায় খেপলেন ভাবনা
পরবর্তী নিবন্ধএতিম খানায় লায়ন্স ও লিও ক্লাব পারিজাত এলিটের খাবার বিতরণ