বিশ্বকাপ বাছাইপর্বের ভেন্যুতে আগুন!

স্পোর্টস ডেস্ক : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজক জিম্বাবুয়ে। এই বাছাইপর্বের একটি ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব। কিন্তু মঙ্গলবার রাতে এই ভেন্যুতে দাউ দাউ করে জ্বলে আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় গ্যালারি তথা সাউথ-ওয়েস্ট স্ট্যান্ড। কিন্তু ফায়ার সার্ভিস ইউনিটের দ্রুত পদক্ষেপের কারণে মাঠ ক্ষতিগ্রস্ত হয়নি।

অগ্নিকাণ্ডের পর আইসিসির নিরাপত্তা দলকে নিয়ে ভেন্যুটি পরিদর্শন করে জিম্বাবুয়ে ক্রিকেট। জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এই ভেন্যুতেই বিশ্বকাপ বাছাইপর্বের বাকি ম্যাচগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে। আইসিসি আরও জানিয়েছে মাঠটি এখনো দর্শকদের জন্য নিরাপদ।

এই ভেন্যুতে এখনো বিশ্বকাপ বাছাইপর্বের সাতটি ম্যাচ বাকি রয়েছে। তার মধ্যে চারটি সুপার সিক্সের এবং তিনটি গ্রুপপর্বের।

মঙ্গলবার এই মাঠে খেলেছিল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। কিন্তু সেদিন রাতে হঠাৎ সাউথ-ওয়েস্ট স্ট্যান্ড দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এই অংশে জিম্বাবুয়ে ক্রিকেট সাপোর্টার্স ইউনিয়নের কার্যালয় রয়েছে। ধারনা করা হচ্ছে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কিন্তু ঠিক কি কারণে আগুন লাগলো সেটা এখনো জানা যায়নি।

 

পূর্ববর্তী নিবন্ধম্যানসিটির ট্রেবল জেতানো ইলকায় গুন্ডোগানকে নিয়ে নিলো বার্সেলোনা
পরবর্তী নিবন্ধহজ করতে দেশ ছেড়েছেন মাহমুদউল্লাহ র