বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে বিসিসিআই’র বিশেষ মিটিং আজ

স্পোর্টস ডেস্ক : আহমেদবাবাদে আজ শনিবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) এক বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ।

জয় সাহার সভাপতিত্বে এই সভায় বিশ্বকাপের ওয়ার্কিং গ্রুপ গঠন সংক্রান্ত আলোচনা হবে এবং ফরমেশন ঠিক করা হবে। ওয়ার্কিং গ্রুপে বিসিসিআই সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার, ভারপ্রাপ্ত সিইও ও সিনিয়র কর্মকবর্তারা যুক্ত হবেন।

 

বিশ্বকাপের আগেই স্টেডিয়ামগুলোর সংস্কার ও স্টেডিয়ামের গ্যালারিগুলো দর্শকবান্ধব করার বিষয় নিয়ে আলোচনা হবে।

নারী প্রিমিয়ার লিগের কমিটি গঠন এবং যৌন হেনস্তা প্রতিরোধ পলিসি গঠন করা হবে। নারী আইপিএলের পরবর্তী আসর নিয়েও আলোচনা হবে।

এছাড়া এশিয়া কাপে ভারত খেলবে কি খেলবে না সে বিষয়ে বিশেষ আলোচনা করা হবে সভায়।

 

বিসিসিআই’র এই বিশেষ সভা ছাড়াও আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি বিশেষ সভাও অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এশিয়া কাপের ভেন্যু পাকিস্তান থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে ২০২৩ এশিয়া কাপ আয়োজন করতে পারে শ্রীলঙ্কা।

 

পূর্ববর্তী নিবন্ধভিনিসিয়ুসকে সমর্থন: ২টি আফ্রিকান দেশের বিপক্ষে খেলবে ব্রাজিল
পরবর্তী নিবন্ধভালোবাসা কোনো বাধা মানে না : অপু