বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

পপুলার২৪নিউজ  ডেস্ক:

বিশ্বকাপে রোববার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টের ইতিহাসে এটি হচ্ছে প্রতিবেশি দেশ দুটির সপ্তম লড়াই।

এবারের আসরে এটা হচ্ছে ভারতের চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ। মেগা এ ইভেন্টের আগে পাকিস্তানের বিপক্ষে ছয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এ ছয় ম্যাচের তিনটিতেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন শচীন টেন্ডুলকার।

এবার বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে দৃষ্টি দেয়া যাক-

অতীত ফল

১৯৯২ বিশ্বকাপ- ভারত ৪৩ রানে জয়ী। ম্যাচসেরা শচীন টেন্ডুলকার (ভারত)।

১৯৯৬ বিশ্বকাপ-ভারত ৩৯ রানে জয়ী। ম্যাচসেরা নভোজাত সিঁধু (ভারত)।

১৯৯৯ বিশ্বকাপ-ভারত ৪৭ রানে জয়ী। ম্যাচসেরা ভেংকটেশ প্রসাদ (ভারত)।

২০০৩ বিশ্বকাপ-ভারত ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা শচীন টেন্ডুলকার (ভারত)।

২০১১ বিশ্বকাপ-ভারত ২৯ রানে জয়ী। ম্যাচসেরা শচীন টেন্ডুলকার (ভারত)।

২০১৫-ভারত ৭৬ রানে জয়ী। ম্যাচসেরা বিরাট কোহলি (ভারত)।

ব্যাটিং পারফরম্যান্স

৩০০/৭-২০১৫ বিশ্বকাপে ভারতের রান সংখ্যা। বিশ্বকাপ আসরে যা দুই দলের মধ্যে সর্বোচ্চ দলীয় স্কোর।

১৭৩/১০-১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের রান। বিশ্বকাপে যা দুই দলের সর্বনিম্ন দলীয় স্কোর।

৩১৩- শচীন টেন্ডুলকারের রান। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে যা দুই দলের মধ্যে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ রান।

১০৭-২০১৫ বিশ্বকাপে বিরাট কোহলির রান। দুই দলের মধ্যে বিশ্বকাপ ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

২ সেঞ্চুরি-বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে শতকের সংখ্যা। যার একটি করেন পাকিস্তানের সাঈদ আনোয়ার (১০১), ২০০৩ বিশ্বকাপ)। অপরটি ভারতের বিরাট কোহলির (১০৭), ২০১৫ বিশ্বকাপ)।

১৩ হাফসেঞ্চুরি-বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াইয়ে অর্ধশতকের সংখ্যা।

৩ হাফসেঞ্চুরি-বিশ্বকাপে দুই দলের মধ্যে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ অর্ধশতক। মালিক শচীন টেন্ডুলকার।

বোলিং পারফরম্যান্স

৮ উইকেট-বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ উইকেট সংখ্যা। যে রেকর্ডের মালিক ভেংকটেশ প্রসাদ।

৫/২৭- বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় কোনো বোলারের সেরা বোলিং ফিগার। ১৯৯৯ বিশ্বকাপে এ কৃতিত্ব দেখান প্রসাদ।

৩বার ৫ উইকেট শিকার- বিশ্বকাপে ভারত-পাকিস্তান ‘যুদ্ধে’ তিনজনের পাঁচ উইকেট শিকারের রেকর্ড রয়েছে। এ তিন খেলোয়াড় হলেন ভারতের ভেংকটেশ প্রসাদ (৫/২৭, ১৯৯৯বিশ্বকাপ), পাকিস্তানের ওয়াহাব রিয়াজ (৫/৪৬,২০১১বিশ্বকাপ) ও সোহেল খান (৫/৫৫,২০১৫ বিশ্বকাপ)।

উইকেট-কিপিং পারফরম্যান্স

৪ ডিসমিসাল-বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে একজন উইকেটরক্ষকের সর্বোচ্চ ডিসমিসালের সংখ্যা। যে রেকর্ডটি রয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনির দখলে।

৩ ডিসমিসাল- বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসাল সংখ্যা। ১৯৯২ আসরে ভারতের কিরণ মোরে, ২০১১ পাকিস্তানের কামরান আকমল এবং ২০১৫ আসরে ভারতের এম এস ধোনির দখলে আছে রেকর্ড তিনটি।

ফিল্ডিং পারফরম্যান্স

৫ ক্যাচ-বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণে সর্বোচ্চ ক্যাচ সংখ্যা। যেটি রয়েছে ভারতের অনিল কুম্বলের দখলে।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুর দুয়ার থেকে ফিরে এলাম যেন: তৌসিফ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা সংকট সমাধান না হলে অস্থিতিশীল হবে এশিয়া: রাষ্ট্রপতি