বিশ্বকাপের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

পপুলার২৪নিউজ ডেস্ক:

বিশ্বকাপের আগে সার্জিও আগুয়েরোকে পুরো ফিট পাওয়া যাবে কিনা, তা নিয়ে এখনও দোটানায় আর্জেন্টিনা। এর মধ্যেই আরেকটি দুঃসংবাদ পেল দলটি। পিঠের মারাত্মক চোটে পড়েছেন মধ্যমাঠের পরীক্ষিত সৈনিক লুকাস বিগলিয়া।

শনিবার সিরিআতে বেনেভেন্তোর বিপক্ষে এ ভয়াবহ ইনজুরিতে পড়েন বিগলিয়া। দুর্ঘটনার দিনে অঘটনের শিকার হয় তার দল এসি মিলানও। পুচকে দলটির কাছে ১-০ গোলে হেরে যায় দ্য রেড অ্যান্ড ব্ল্যাকসরা।

ওই ম্যাচের ৭২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন বিগলিয়া। পরে কয়েকটি পরীক্ষা করেন। সেই রিপোর্ট হাতে পেয়েছে মিলান। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, তার মেরুদণ্ডের কমপক্ষে দুটি হাড় ভেঙে গেছে। পুরোপুরি সেরে উঠতে বেশ সময় লাগবে। তবে ঠিক কত দিন লাগবে তা পরে জানানো হবে।

রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়াতে এখন ৫১ দিন বাকি। এর আগে বিগলিয়ার পুরো ফিট হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম। আর্জেন্টিনার মূলত সমস্যা মধ্যমাঠ নিয়ে। ৩২ বছর বয়সী মিডফিল্ডারকে দলে না পেলে বড়সড় ধাক্কা খাবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে বিনোদন নগরী নির্মাণ কাজের উদ্বোধন বুধবার
পরবর্তী নিবন্ধ৩ চিকিৎসক ভাইয়ের শিরশ্ছেদ আইএসের