বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রিট শুনানি মঙ্গলবার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিষেশায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের শুনানি আগামীকাল মঙ্গলবার ধার্য করেছেন আদালত।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শেখ আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। সোমবার এ রিটের ওপর শুনানি হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, এ বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। এর পর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

পূর্ববর্তী নিবন্ধবিচারিক আদলতকে শহীদুল আলমের জামিন নিষ্পত্তি করার নির্দেশ
পরবর্তী নিবন্ধসুইজারল্যান্ডের মাটিতে তৈরি হচ্ছে শ্রীদেবীর মূর্তি