বিরল রেকর্ড ওয়াহাবের, পাঁচবারে করলেন এক বল

পপুলার২৪নিউজ ডেস্ক:

ক্রিকেটে মাঝেমধ্যেই রানআপ সমস্যায় পড়েন বোলাররা। তবে এক বল করার জন্য পাঁচবার রানআপ নেয়ার ঘটনা ক্রিকেট ইতিহাসে বিরল।

এমনই এক ঘটনার জন্ম দিয়েছেন পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ।

পাকিস্তান-শ্রীলংকার মধ্যে চলা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এমনই এক ঘটনার সাক্ষী থাকল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।

শ্রীলংকার রান তখন ৪ উইকেটে ৩৩১। ১১১তম ওভারে বোলিং পরিবর্তন করেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। বোলিংয়ে নিয়ে আসা হয় ওয়াহাব রিয়াজকে।

ওয়াহাবের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান লংকান ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। তবে প্রথম বল বাউন্ডারির বাইরে গেলেও দুরন্তভাবে ফিরে আসেন ওয়াহাব। পরের তিন বল ভালোই করেন এই পাক পেসার।

এর পরই শুরু হয় বিপত্তি। ওভারের চার নম্বর বল করার সময় বারবার রানআপ নিতে থাকেন ওয়াহাব। একবার, দুবার নয়, মোট চার বার রানআপ নিয়েও পঞ্চম বল করতে ব্যর্থ হন পাকিস্তানের বাঁহাতি পেসার।

কোচ মিকি আর্থার থেকে অধিনায়ক সরফরাজ, সবাকেই বিব্রত দেখায় সেই সময়। হতাশ হয়ে মিকিকে নিজের চেয়ার ছেড়েও উঠে যেতে দেখা যায়। কিছু না বললেও ওয়াহাবের ওপর অসন্তুষ্ট হন পাক অধিনায়ককও।

অন্যদিকে রানআপের সমস্যায় বিপক্ষ দলের কাছেও হাসির খোরাক হন ওয়াহাব। হাসতে থাকেন অনফিল্ড আম্পায়াররাও।

অবশেষে পাঁচবারের চেষ্টায় ওভারের পাঁচ নম্বর বলটি করেন রিয়াজ। ওভারের শেষ বলটি করতে অবশ্য সমস্যায় পড়তে হয়নি এই পাক পেসারকে।

পূর্ববর্তী নিবন্ধআন্দামান দ্বীপপুঞ্জে ভূমিকম্প
পরবর্তী নিবন্ধযশোরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা