বিমানবন্দরে বাসের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রাজধানীর বিমানবন্দর সড়কে অপেক্ষারত একদল কলেজশিক্ষার্থীর ওপর যাত্রীবাহী বাস উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

এতে দুই ছাত্র ও এক ছাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতরা সবাই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

রোববার দুপুর ১২টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন খিলক্ষেত এলাকার রেডিসন ব্লু হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক উত্তরের বিমানবন্দর জোনের সহকারি কমিশনার শচিন মৌলিক জানান, জাবালে নূর(ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় র্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের ঘটনাস্থলে তিন জন মারা গেছে ও ৮/১০ জনের মতো আহতের খবর পেয়েছি। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে। আমি মন্ত্রণালয়ে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ট্রাফিক উত্তরের উপ-কমিশনার প্রবীর কুমার দাসসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক জানান, একজন মারা গেছে। আরও কয়েকজন আহত আছে। এখনো এক ছাত্র ঝুলে আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্য আটক
পরবর্তী নিবন্ধসাংসদ সুজার মরদেহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা