বিমানবন্দরে তেলবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেটে তেলবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।

তিনি জানান, সকাল ১০টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথিমকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধএকাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হচ্ছে: ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধ৪ মাস পর দেশে ফিরলেন নাঈম-শাবনাজ