বিমসটেক দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

বে ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সদস্য দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর ওপর জোর দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ বিষয়ে জোর দেন।

একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১ এপ্রিল) কলম্বোর উদ্যোগে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুনাওয়ারদেনা। অংশ নেন বিমসটেক মহাসচিব তেনজিন লেখফেল, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে পরিবহন কানেক্টিভিটি বাড়ানোর ওপর জোর দেন। এ লক্ষ্যে সদস্য দেশগুলোর মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও মোটর ভ্যাহিকেল এগ্রিমেন্ট করতে জোর দেন।

তিনি আরো জানান, বিমসটেক নৌ-জাহাজ চলাচল চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে।

বৈঠকে বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে করোনা পরবর্তী পরিস্থিতিতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধ১১ এপ্রিলের সব নির্বাচন স্থগিত
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী