বিবর্ণ সাকিব, হারল কেকেআর

পপুলার২৪নিউজ ডেস্ক:
টানা পাঁচ ম্যাচে একাদশের বাইরে থাকার পর শেষতক খেলার সুযোগ পেলেন সাকিব আল হাসান। শুক্রবার ইডেনে গুজরাট লায়ন্সের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে ঠাঁই হয় সাকিবের।

১৮৮ তাড়া করতে নামা গুজরাট যখন ৬২/১, তখনই বৃষ্টি খেলা থামিয়ে দেয়। তখন পর্যন্ত সাকিব দুই ওভার বল করে ২৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। তিন ওভারে ৩১ রান দিয়েও কোনো উইকেট পাননি সাকিব। কলকাতাও ম্যাচ হেরে যায়।

গুজরাট (১৮৮/৬) ১০ বল বাকি থাকতে চার উইকেটে জয়ী হয়। অধিনায়ক সুরেশ রায়না ৮৪ রান করেন মাত্র ৪৬ বলে। নয়টি চার ও চারটি ছয় তার ইনিংসে।

এর আগে ওপেনার সুনীল নারিনের ১৭ বলে ৪২ এবং রবিন উথাপ্পার ৪৮ বলে ৭২ রানে কলকাতা নাইটরাইডার্স পাঁচ উইকেটে ১৮৭ রান করে ২০ ওভারে। সাকিব মাত্র এক বল খেলার সুযোগ পান। অপরাজিত থাকেন এক রানে। মজার ব্যাপার হল, ক্যারিবীয় স্পিনার নারিন ৪২ রান করেছেন চার ও ছক্কায়। নয়টি চার ও একটি ছয়ে এই রান করেন তিনি।

আইপিএলে শুধু চার ও ছয়ে এটাই সবচেয়ে বেশি রান করার নজির। সনথ জুয়সুরিয়া করেছিলেন ৩৬। কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর ২৮ বলে ৩৩ রান করেন।

পূর্ববর্তী নিবন্ধশ্লীলতাহানির চেষ্টা, অভিমানে ছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধদেশে ফিরছেন মুস্তাফিজ