বিপুল ব্যবধানে বিজয়ী হলেন টিউলিপ

পপুলার২৪নিউজ ডেস্ক:

নিকটবর্তী প্রার্থীর তুলনায় ১৫ হাজার ভোট বেশি পেয়ে টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্টে ঢুকতে চলেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। দুই বছর আগেও নির্বাচনে তিনি এক হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন টিউলিপ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে টিউলিপের মতো জিতেছেন আরও দুই বাংলাদেশি নারী রুশনারা আলী ও রূপা হকও।

তিন কন্যাই লেবার পার্টির প্রার্থী ছিলেন। ভোট গণনায় লেবারদের দুই বছর আগের চেয়ে ভালো ফল দেখা যাচ্ছে, তবে ঝুলন্ত পার্লামেন্টের আভাসও রয়েছে।

৩৫ বছর বয়সী টিউলিপ প্রার্থী হন লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। ২০১৫ সালে নিজের প্রথম নির্বাচনে রক্ষণশীলদের শক্তিশালী প্রার্থীকে ১ হাজার ১৩৮ ভোটে জিতেছিলেন টিউলিপ। পরে তিনি বিরোধী দলনেতা জেরমি করবিনের ছায়া মন্ত্রিসভারও সদস্য হয়েছিলেন।

জয়ের পর টিউলিপ বলেন, “আমি ওয়েস্টমিনস্টারে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের হয়ে সরব হব, হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে ওয়েস্টমিনস্টারের নয়। ”

আগাম নির্বাচনে এই জয়ের পর ব্রেক্সিট নিয়ে দর কষাকষির দিকেও নজর রাখবেন বলে জানান এই পার্লামেন্ট সদস্য।

শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্মেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিন সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকনজারভেটিভ-লেবারের মধ্যে ব্যবধান বাড়ছে