বিধিমালা প্রণয়ন ছাড়া সড়ক পরিবহন আইন স্বয়ংসম্পূর্ণ নয়: এনায়েত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিধিমালা প্রণয়ন ব্যতিত সড়ক পরিবহন আইন-২০০৮ বাস্তবায়ন করা হলে কার্যকারিতা ‘স্বয়ংসম্পূর্ণতা’ পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। একই সঙ্গে আইনের কিছু ধারা জামিনযোগ্য করার দাবিও জানান।

শনিবার সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

তিনি বলেন, এই আইনে আমাদের পূর্ণ সমর্থন আছে। পরিবহন মালিকদের কাছে আইনের কপি পৌঁছে দেওয়া হচ্ছে।

এ সময় পরিবহন মালিকদের আইনে মেনে চলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে খুব দ্রুত বিধিমালা প্রণয়নের দাবি জানান খন্দকার এনায়েত উল্যাহ।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার নারীসহ ১২ সাংবাদিক
পরবর্তী নিবন্ধনতুন সড়ক আইনে এখনই অ্যাকশনে যাচ্ছে না ট্রাফিক পুলিশ