বিদেশি এয়ারলাইন্সের বকেয়া ৪৬ লাখ ডলার নিয়ে অনিশ্চয়তা

পপুলার২৪নিউজ ডেস্ক:

46২৪টি বিদেশি এয়ারলাইন্সের কাছে বাংলাদেশের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার বাবদ ৪৬ লাখ ৫৭ হাজার ডলার পাওনা রয়েছে সিভিল এভিয়েশন অথরিটির। এরমধ্যে ভারতের আটটি এয়ারলাইন্সও রয়েছে।
দীর্ঘ সময় ধরে তৎপরতা চালিয়েও বকেয়া আদায় করতে পারছে না সিভিল এভিয়েশন। তারপরও বকেয়া অর্থ আদায়ে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশনের কমকর্তারা।
সিভিল এভিয়েশন সূত্রে জানা যায়, তালিকায় ভারতীয় এয়ারলাইন্সের মধ্যে রয়েছে ডেকান এক্সপ্রেস, এয়ার ডেকান, কিংফিশার এয়ারলাইন্স, ভায়দূত এয়ারলাইন্স, দামানিয়া এয়ার, ইস্ট ওয়েস্ট এয়ারলাইন্স, এনইসিপি এয়ার এবং কানোয়ার এয়ার। এ আটটি এয়ারলাইন্সের কাছে সিভিল এভিয়েশনের বকেয়া রয়েছে ২১ লাখ ৯৯ হাজার ৬৮৮ ডলার।
এছাড়া বাকি ১৬টি এয়ারলাইন্স হচ্ছে যুক্তরাজ্যের এমকে এয়ারলাইন্স, ভার্জিন এয়ার, ইতালির এএল ইতালিয়া ও লায়ুডা এয়ার, মিয়ানমারের রয়েছে মিয়ানমান এয়ার ও মিয়ানমার এয়ারওয়েজ, ইরাকের ইরাক এয়ারওয়েজ, ইরানের ইরান এয়ারওয়েজ, ইন্দোনেশিয়ার গারুদা এয়ার, ইয়েমেনের এয়ারইয়েমেন, হাঙ্গেরির মালেভ হাঙ্গেরি, রোমানিয়ার রোমনিয়া এয়ারলাইন্স, গ্রিসের ওলেম্পিয়া এয়ারলাইন্স, ইউক্রেনের অ্যারোসভিত এয়ারলাইন্স, জার্মানির এলটিইউ ইন্টারন্যাশনাল, বুলগেরিয়ার বলকান বুলগেরিয়ান।
১৯৮৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সাল পর্যন্ত এসব এয়ারলাইন্সের কাছে বাংলাদেশের আকাশসীমা অথবা বিমানবন্দর ব্যবহারের জন্য চার্জ হিসেবে ২৪ লাখ ৫৭ হাজার ৯ ডলার বকেয়া রয়েছে যা আদায় করতে পারেনি সিভিল এভিয়েশন অথরিটি। এসব এয়ারলাইন্সের মধ্যে বেশ কিছু আবার এখন বিলুপ্ত হয়েছে। কয়েকটি আবার অন্য এয়ারলাইন্সের সঙ্গে একিভূত হয়েছে।
সিভিল এভিয়েশন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশি এয়ারলাইন্সগুলোর কাছ থেকে বকেয়া আদায়ের জন্য বিভিন্ন ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১২ সালের জুনে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বকেয়া আদায়ে সহযোগিতা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়। তবে এখন পর্যন্ত চিঠির কোনও জবাব পায়নি বেসামনিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধপরোটা কারিগর থেকে পাক ক্রিকেটার!
পরবর্তী নিবন্ধ৪০ মিনিটের অস্ত্রোপচারেই কুমারিত্ব!