বিদায় নিলেন দুই ওপেনার

স্পোর্টস ডেস্ক : সৌম্য সরকার ফিরে যাওয়ার ১৫ রানের মাথায় সাজঘরে ফিরলেন তামিম ইকবালও। দলীয় ৬০ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রানে ফার্গুসনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তামিম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে দুই উইকেট হারিয়ে ৭৪ রান। মুশফিক ৯ ও সাকিব ১৩ রানে ক্রিজে আছেন।

দারুণ শুরুর পর ফিরলেন সৌম্য

নিউজিল্যান্ডের বিপক্ষে শুভসূচনা করেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে তামিম-সৌম্যর ব্যাটে দারুণ শুরু করে টাইগাররা। তবে ২৫ রানের বেশি করতে পারেননি সৌম্য। ম্যাট হ্যানরির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার।

বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খেলাটি শুরু হবে। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা একাদশের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ দল। জয় দিয়ে বাংলাদেশের মিশন শুরু হওয়ায় আত্মবিশ্বাসী টাইগাররা।

 

পূর্ববর্তী নিবন্ধসুশাসনের অভাবে চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি: ফখরুল
পরবর্তী নিবন্ধবিজেপিতে যোগ দিলেন ‘বেদের মেয়ে জোসনা’