পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি। ১৭ ডিসেম্বর এই র্যালি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান। এর আগে দলের শীর্ষ নেতাদের নিয়ে নয়াপল্টন কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি নেয়া হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিজয় দিবস উপলক্ষে ১৯ ডিসেম্বর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা, ২৪ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
ফখরুল জানান, ১৬ ডিসেম্বর ভোরে খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতারা সাভার স্মৃতিসৌধে যাবেন। যেখানে শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সুরা ফাতেহা পাঠ করবেন।
আরও কর্মসূচি থাকায় ১৭ ডিসেম্বর রাজধানীতে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য এই র্যালিতে দলের অঙ্গ ও সহযোগি সংগঠনসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।
পাশাপাশি ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও বিএনপি নানা কর্মসূচি পালন করবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, শামা ওবায়েদ প্রমুখ।