বিজ্ঞানসম্মত উপায়ে পশুর চামড়া ছাড়ানো এবং সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে বিজ্ঞানসম্মত উপায়ে প্রানীর চামড়া ছাড়ানো এবং চামড়া সংরক্ষনের কৌশল বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় কর্মশালার আগে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। সভায় অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব আক্তার হোসেন, বে-গ্রুপের চেয়ারম্যান শামচুর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সিলেট, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, শরিয়তপুর, মাদারীপুর জেলার জেলা প্রশাসকগনসহ জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। এ বিষয়ে যারা জড়িত থাকেন এমন ২৫জনকে প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষনে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণর ছাড়ানো এবং চামড়া কিভাবে সংরক্ষন করা যায় তার কৌশল বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। এতে করে আগামী কোরবানীতে যেসব পশু জবাই করা হবে সেসব পশুর চামড়া বিজ্ঞানসম্মতভাবে ছাড়ানো এবং সংরক্ষনের কৌশল সম্পর্কে সবাই জানতে পারবে।

 

পূর্ববর্তী নিবন্ধকাশিয়ানীতে খাদ্যগুদাম কর্মকর্তাকে অস্ত্র দেখিয়ে ধান বিক্রির চেষ্টা
পরবর্তী নিবন্ধকাশিয়ানী -ভাটিয়াপাড়া, কালনাঘাট মহাসড়কে বেহাল দশা