বিজিএমইএ ভবন ভাঙা শুরু

নিজস্ব প্রতিবেদক:অবশেষে ভাঙা শুরু হলো রাজধানীর হাতিরঝিলের ‘বিষফোঁড়া’ খ্যাত বিজিএমইএ ভবন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যান্ত্রিক পদ্ধতিতে ইলেক্ট্রিক ড্রিলিং হ্যামার মেশিন দিয়ে ভবনটি ভাঙা শুরু হয়।

অবৈধভাবে নির্মিত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভবনটি ভাঙার কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

জানা গেছে, ভবন ভাঙার কার্যক্রম পরিচালনা এবং দুর্ঘটনা মোকাবেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে দুটি টিম গঠন করা হয়েছে। যারা বিজিএমইএ ভবন ভাঙায় কাজ সার্বক্ষণিক মনিটরিং করবেন।

পূর্ববর্তী নিবন্ধপলিথিনের পোস্টার লাগানো কেন বেআইনি নয় : হাইকোর্ট
পরবর্তী নিবন্ধমুজিববর্ষের উপহার ই-পাসপোর্ট : প্রধানমন্ত্রী