বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়নের শুনানি আজ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়নের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির দিন ধার্য রয়েছে আজ। মামলার শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের কার্যতালিকার এক নম্বরে রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসক) সিনহার নেতৃত্বাধীন আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করার জন্য বারবার সময় আবেদনের কারণ সরকারক্ষকে লিখিতভাবে জানাতে নির্দেশ দেন আদালত। সে মোতাবেক নির্ধারিত দিনে সময় ক্ষেপণের লিখিত ব্যাখ্যায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আদালতকে জানান, রাষ্ট্রপতির কাছে শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার একটি খসড়ার কপি আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। এটা গেজেট আকারে প্রকাশ করার জন্য সময় দরকার।

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ। গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক আইডি খুলতে পরিচয়পত্র লাগবে
পরবর্তী নিবন্ধকোটিপতির সাবেক স্ত্রীর বর্তমান অবস্থা