বিক্ষোভের জেরে সুদানে ৬ মন্ত্রীর পদত্যাগ

পপুলার২৪নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষিত সংস্কারের দাবিতে হাজার হাজার লোক রাস্তায় প্রতিবাদ বিক্ষোভে নেমে আসার কয়েক দিন পর সুদানের ছয় মন্ত্রী পদত্যাগ করেছেন ও একজনকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকেও।’ তবে কেন বরখাস্ত করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

মন্ত্রী পরিষদের বৈঠকে হামদক সরকারে রদবদলের পরে জনগণকে সন্তুষ্ট করতে সরকারের কার্যক্রম মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

গত ৩০ জুন অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানিয়ে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী খার্তুম ও অন্যান্য নগরীতে বিক্ষোভ প্রদর্শন করে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে গোলাগুলিতে নিহত মা, ছেলে আহত
পরবর্তী নিবন্ধকানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দিতে মার্কিন কংগ্রেসের চাপ