পপুলার২৪নিউজ ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ শিপিং করপোরেশন-২০১৭ আইনের ১৮ নং ধারা অনুযায়ি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশ পরিপালনের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।
এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ৩১ মে।
১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪০০ টাকার পরিশোধিত মূলধনের বিএসসিতে বর্তমানে ১ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ৫০৪টি শেয়ার রয়েছে। যা অভিহিত মূল্য ১০ টাকা হওয়ার পরে ১০ গুণ হয়ে যাবে। অর্থাৎ শেয়ার সংখ্যা হবে ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০টি।
উল্লেখ্য মঙ্গলবার (২ মে) লেনদেন শেষে বিএসসির শেয়ার দর দাড়িয়েছে ৫৫২.৪০ টাকা।
মহারম ও জালালাবাদ সিকিউরিটিজে স্থগিতাদেশ
: চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর ট্রেক হোল্ডার মহারম সিকিউরিটিজের ব্যবসায়িক কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ। একইসঙ্গে আরেক ট্রেক হোল্ডার জালালাবাদ সিকিউরিটিজের প্রধান অফিস ছাড়া সব শাখার ব্যবসায়িক কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিএসইর ৫৭তম বোর্ড সভায় পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
সিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট ২০১৩ এর রেগুলেশন ৭(৫) পরিপালন ব্যর্থ হওয়ায় মহারম সিকিউরিটিজের ব্যবসায় সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট ২০১৩ এর রেগুলেশন ৮(১) (২)(বি) ক্ষমতা বলে এ শাস্তি দেওয়া হয়েছে।
এদিকে সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যর্থ হওয়ায় জালালাবাদ সিকিউরিটিজের সব শাখার (প্রধান অফিস ব্যতিত) ব্যবসায়িক কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট ২০১৩ এর রেগুলেশন ৭(৯)(৫) এবং ৮(১)(২)(বি) ক্ষমতা বলে হাউজটিকে উভয় শাস্তি দেওয়া হয়েছে।
মহারম ও জালালাবাদ সিকিউরিটিজে স্থগিতাদেশ ২০১৭ মে ০৩ ১৫:৫১:০০
মহারম ও জালালাবাদ সিকিউরিটিজে স্থগিতাদেশ
: চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর ট্রেক হোল্ডার মহারম সিকিউরিটিজের ব্যবসায়িক কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ। একইসঙ্গে আরেক ট্রেক হোল্ডার জালালাবাদ সিকিউরিটিজের প্রধান অফিস ছাড়া সব শাখার ব্যবসায়িক কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিএসইর ৫৭তম বোর্ড সভায় পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
সিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট ২০১৩ এর রেগুলেশন ৭(৫) পরিপালন ব্যর্থ হওয়ায় মহারম সিকিউরিটিজের ব্যবসায় সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট ২০১৩ এর রেগুলেশন ৮(১) (২)(বি) ক্ষমতা বলে এ শাস্তি দেওয়া হয়েছে।
এদিকে সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যর্থ হওয়ায় জালালাবাদ সিকিউরিটিজের সব শাখার (প্রধান অফিস ব্যতিত) ব্যবসায়িক কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট ২০১৩ এর রেগুলেশন ৭(৯)(৫) এবং ৮(১)(২)(বি) ক্ষমতা বলে হাউজটিকে উভয় শাস্তি দেওয়া হয়েছে।