পপুলার২৪নিউজ,ফিরোজ মিয়া:
অবশেষে দর কমেছে বিবিএস ক্যাবলসের শেয়ারে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি গতকাল বুধবার সর্বশেষ ১৩২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৭ হাজার ২০ বারে কোম্পানির ৩২ লাখ ২৪ হাজার ৮৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ২৬ লাখ টাকা। প্রসঙ্গত, বিবিএস ক্যাবলস পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকে শেয়ারটির দর ধারাবাহিকভাবে বাড়তে থাকে। আর শেয়ারটির এই অস্বাভাবিক দর বাড়ার কারণ খতিয়ে দেখতে গত মঙ্গলবার বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে। আর এমন খবর প্রকাশের পর গতকাল শেয়ারটির দরপতন হয়। লুজারের দ্বিতীয় স্থানে থাকা এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৬৪ শতাংশ কমেছে। আজ ফান্ডটি সর্বশেষ ১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ১৫৯ বারে ১২ লাখ ৩০ হাজার ৭টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা। লুজারের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ অটোকার্সের শেয়ার দর ৫ টাকা বা ৪ দশমিক ১৬ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ১১৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৪৭ বারে ১ লাখ ৭৮ হাজার ৩৭৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪ লাখ টাকা। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ফাউন্ডারি, সাউথইস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, সমতা লেদার, শমরিতা হতপিটাল, অ্যারামিট সিমেন্ট, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও জেএমআই সিরিঞ্জ মেডিকেল ডিভাইস।