বিএনপি সরকারের ভুলের খেসারত দিচ্ছেন খালেদা : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক:‘ক্ষমতায় থাকাকালে বিএনপি সরকারের ভুল-ভ্রান্তি ছিল’ উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যা খেসারত দেশের জনগণসহ বেগম খালেদা জিয়াকে দিতে হচ্ছে।’

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা জেলা বিএনপির আয়োজনে দলটির সদ্য প্রয়াত ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘মনের ইচ্ছায়-অনিচ্ছায় সরকারে থাকতে ভুল-ভ্রান্তি আমাদের কিছু ছিল। যার খেসারত আজকে জনগণ দিচ্ছে, আমরা দিচ্ছি, খেসারত তারেক রহমান দিচ্ছেন, খেসারত খালেদা জিয়া দিচ্ছেন।’

তিনি বলেন, ‘যারা অপকর্ম করেছে তারা খেসারত দেয়নি, তারা কিন্তু আমাদের আশপাশে আরও বলীয়ান হওয়ার চেষ্টা করছে। এটা (২১ আগস্টের ঘটনা) বাংলাদেশের ভাবনা থেকে হয়নি, এই ভাবনার পরিকল্পনা অন্য কোথাও বাস করে।’

‘বিএনপির নেতৃত্বকে কবর দিতেই ২০০৪ সালের সংঘটিত ২১ আগস্টের ঘটনা এক-এগারোর রি-অ্যারেজমেন্ট’ উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘২১ আগস্টের ঘটনাটা হাসিনাকে মারার বড় চক্রান্ত- এখানেই সীমাবদ্ধ ছিল না। যদি থাকে, এই চক্রান্ত ছিল সেদিন জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বের কবর দেয়া। এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে বিএনপির ওপর প্রয়োগ করা হয়েছে।’

তিনি বলেন, ‘ওই ঘটনার প্রকৃত দোষীরা এখনও বেঁচে আছে, নিরাপদে বেঁচে আছে এবং ভালো আছে। তারা দেশে আছে, দেশের বাইরেও আছে। সেটা সরকারের গোয়েন্দা সংস্থার কারও অজানা থাকার কোনো কারণ নেই। সেটা দেশি-বিদেশি গোয়েন্দারা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে এটা তাদের নখদর্পণের থাকার কথা। যেহেতু এটা একটি রাজনৈতিক হিসাব-নিকাশের ব্যাপার সেই কারণে আসল ঘটনা কখনও আলোর মুখ দেখবে না, আপনারা-আমরা জানব না।’

বিএনপির এ নেতা বলেন, ‘এই যে ভুল অ্যাপ্লিকেশন পলিটিক্সে- মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেয়া, দুর্ঘটনার মধ্য দিয়ে সামগ্রিক রাজনীতিকে দুর্ঘটনায় ফেলা। ২১ আগস্ট এই রকম ঘটনা- যা ১/১১-র কোনো রি-অ্যারেজমেন্ট হতে পারে। এই যে ১/১১ টা আসছে সরকারে।’

তিনি বলেন, ‘১/১১-তে কে ভিকটিম হয়েছে? বিএনপি হয়েছে, খালেদা জিয়া হয়েছে। ১/১১-তে লাভবান হয়েছে কে? হাসিনা এবং আওয়ামী লীগ। তাহলে ডাউট অব দ্যা বেনিফিসারি যদি বলা হয় ১/১১ এর মাধ্যমে বেনিফিট হয়েছে বিএনপির অতি মুখোমুখি প্রতিপক্ষ।’

২১ আগস্টের ঘটনার দিনটি ‘ভালো দিন নয়’ অভিহিত করে ওই সময়ে ভারতীয় টেলিভিশনে দেয়া সাক্ষাতকারের বক্তব্য উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘এইদিনটি কোনো ভালো দিন আমি বলি না। এটা কোনো রাজনৈতিক দলের জন্যই কারও জন্য কাম্য নয়। ২০০-এর বেশি আসন নিয়ে তখন বিএনপি ক্ষমতাসীন। একটা স্ট্যাবল গভর্নমেন্ট ক্ষমতাসীন সরকার কখনওই চাইবে না সেই সরকারকে আনস্ট্যাবল করতে। ২১ আগস্টের ঘটনাটা রাষ্ট্রকে আনস্ট্যাবল করা, উস্কানি দেয়া, সুড়সুড়ি দেয়া অর্থাৎ সরকারকে বিব্রত করা দেশে-বিদেশে সকল ক্ষেত্রে।’

তিনি বলেন, ‘এটা যদি প্রতিষ্ঠিত হতো, এটা যদি জনগণ বিশ্বাস করতে পারত যে, এটা সরকার করেছে অথবা খালেদা জিয়া করেছে বা তারেক রহমান করেছে। তাহলে সেদিন সরকার থাকার কথা না। যখন একটা পাতা নড়েনি, একটা আওয়াজ হয়নি। বিশ্ব শক্তি বুঝত যে, পিপলস হ্যাজ এক্সসেপটেড দিস ওকারেন্স। অর্থাৎ এটা জনগণ বুঝে গেছে যে, এই অপকর্ম সরকার করতে পারে না, একটা গণতান্ত্রিক সরকার করতে পারে না, এটা একটা রেন্সপনসেবল গভর্নমেন্ট কোনো মতেই করতে পারে না-এটাই আমি ভারতীয় টেলিভিশনে সেদিন বলছিলাম।’

পূর্ববর্তী নিবন্ধগ্রেনেড হামলায় বিএনপিকে জড়ানো মাস্টারপ্ল্যান: রিজভী
পরবর্তী নিবন্ধ‘এক থেকে দুই মিনিটের মধ্যেই মেজর সিনহাকে গুলি’