বিএনপির পদযাত্রায় টঙ্গী-বিমানবন্দর সড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক:

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে।

বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে আব্দুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। রথযাত্রা শুরুর আগে থেকেই দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে এসে অবস্থান নিলে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অপরদিকে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত যানজটের কারণে ওই মহাসড়ক স্থবির হয়ে পড়ে। তীব্র যানজট এবং ভ্যাপসা গরমে বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত উড়াল সড়ক দিয়ে কিছু যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়।

উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় কর্তব্যরত পুলিশ পরিদর্শক কাজী মিজান বলেন, মহাসড়ক দিয়ে বিএনপির পদযাত্রার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পদযাত্রাটি কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে বাড্ডা সড়কে প্রবেশ করলে যানজট আর থাকবে না।

পূর্ববর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকার নয়, ইসির অধীনেই জাতীয় নির্বাচন: রওশন এরশাদ
পরবর্তী নিবন্ধদেশে ফিরেছেন ৭১ হাজার ৫৫৪ হাজি, নিহত বেড়ে ১০৯