বিএনপিকে ক্ষমা চেয়ে উকিল নোটিশ প্রত্যাহার করতে বলল আ’লীগ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঠানো উকিল নোটিশ প্রত্যাহার করতে বলেছে আওয়ামী লীগ।

বুধবার বিকাল ৫টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির তথ্য বেরিয়ে আসায় জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেয়ার জন্যই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে। এটি শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উকিল নোটিশ, জেল এগুলো ভয় পান না। যেটা সঠিক, যেটা বাস্তব সে কথায় তিনি বলেছেন। যদি উনি (খালেদা জিয়া) উকিল নোটিশ দিয়ে থাকেন, তাহলে আইন তার নিজের গতিতে চলবে। সেটা আদালতে প্রমাণ হবে।

উকিল নোটিশের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, এতেও খালেদা জিয়ার শেষ রক্ষা হবে না।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে এফবিআই সাক্ষী দিয়েছে, বিদেশ থেকে টাকা আনা হয়েছে, আদালতের মাধ্যমে দণ্ডিত আসামি। খালেদা জিয়ার বিরুদ্ধে টাকা আত্মৎসাতের মামলা চলছে। এরপরও কি তাদেরকে আমরা বলবো, উনারা ভালো মানুষ? এরপরও যদি বলা হয় তারা দুর্নীতিবাজ না, তাহলে দেশে দুর্নীতিবাজ ছাড়া কোনো মানুষই পাওয়া যাবে না। তারা চিহ্নিত দুর্নীতিবাজ, এগুলো তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। প্রমাণিত দুর্নীতিবাজ।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বিরুদ্ধে উত্থাপিত ১২ মিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগ তদন্তে সরকারের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি জানানো হয়।

উল্লেখ্য, জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে মন্তব্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উকিল নোটিশ পাঠান খালেদা জিয়া।

এতে জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতিসংক্রান্ত অপবাদমূলক বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

খালেদা জিয়ার পক্ষে এ উকিল নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

পূর্ববর্তী নিবন্ধরসিক নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য : সিইসি
পরবর্তী নিবন্ধজাতিসংঘের সদস্যদের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের চিঠি